ভলিবল টুর্নামেন্ট
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে দিনব্যাপী ভলিবল টুর্নামেন্টে গুরুদাসপুরের মহারাজপুর দলকে ৩-১ সেটে হারিয়ে লালপুর ভলিবল দল চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি ২০২৩) লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আয়োজন করে উপজেলা ক্রীড়া সংস্থা ও লালপুর ভলিবল কল্যাণ সমিতি।
টুর্নামেন্টে রাজশাহীর বাঘার আলাইপুর, কুষ্টিয়ার দৌলতপুর, নাটোরের গুরুদাসপুরের মহারাজপুর এবং লালপুর ভলিবল দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্টের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শামীমা সুলতানা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশফাকুল হোসেন রিমন, লালপুর ভলিবল কল্যাণ সমিতির আব্দুল ওয়াদুদ, সাইফুল ইসলাম রিপন প্রমুখ।
সাম্প্রতিক মন্তব্য