logo
news image

লালপুরে বিএনপির পদযাত্রা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি নেতা কর্মীরা।
শনিবার (১১ ফেব্রুয়ারি ২০২৩) উপজেলার ২নং ঈশ্বরদী  ইউনিয়নে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বাসভবন থেকে শান্তিপূর্ণ পদ যাত্রাটি শুরু করে গৌরীপুর মোড় হয়ে মাসুমের মোড় প্রদক্ষিণ করে।
পদযাত্র শেষে ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে ও সিনিয়র সভাপতি সামসুল হক আলোর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী পটলের কন্যা ও বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবধিকার বিষয়ক সদস্য এ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, লালপুর থানা বিএনপির আহ্বায়ক ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক সহসভাপতি (ভিপি) ইয়াসির আরশাদ রাজন, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর থানা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।
বক্তারা জানান, বিদ্যুৎ, গ্যাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সার, জ্বালানি তেল এবং গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি ও গণতন্ত্রবিরোধী সরকারের পদত্যাগসহ  ১০দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না। তারা আরো বলেন এই অবৈধ সরকার এই শান্তিপূর্ণ কর্মসূচিকে প্রতিহত করার জন্য প্রত্যেক ওয়ার্ডে পাল্টা কর্মসূচি দিয়েছে। তাঁরা কোন সহিংসতা চান না, জনগণের আধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন।

সাম্প্রতিক মন্তব্য