শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের পদ্মার চরের আলোর দরজা শিশু বিদ্যানিকেতনের
ক্ষু্দে শিক্ষার্থীদের উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি ২০২৩) বিকালে দক্ষিণ লালপুর পদ্মার চরে ইউএনও এবং সার্চ ফর হিউমিনিটি ফাউন্ডেশনের উদ্যোগে এ উপকরণ ক্ষু্দে শিক্ষার্থীদের হাতে তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা।
বিদ্যালয়ের সভাপতি এ এম রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, জাতীয় সাংবাদিক সংস্থার নাটোর জেলা সভাপতি সালাহ উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, নির্বাহী সদস্য সাদিক রায়হান অপু প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা ব্যক্তিগত উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের শিশুতোষ বই ও ভেসলিন-লোশন উপহার দেন।
সাম্প্রতিক মন্তব্য