logo
news image

লালপুরে ৫০জন শিক্ষকের যোগদান

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত ৫০ শিক্ষককে বরণ করেছে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস। 
সোমবার (৩০ জানুয়ারি ২০২৩) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও  শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. ইসাহাক আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর আনারুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম খান, জহুরুল ইসলাম, গোলাম রব্বানী ও রেহানা পারভীন প্রমুখ।
প্রাথমিক শিক্ষা অফিস জানা যায়, উপজেলায় ১১২ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক পর্যায়ে সহকারী শিক্ষক পদে ৫৬টি শুন্য পদের মধ্যে ৫১জন নিয়োগ পেয়েছেন। এর মধ্যে ৫০ জন যোগদান করেন। একজন ইস্তফা দেন। যাদের মধ্যে ৩২ জন নারী ও ১৮ জন পুরুষ।

সাম্প্রতিক মন্তব্য

Top