logo
news image

শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরণ

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৭০ জন শিক্ষার্থীকে ছয় লাখ ৮৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি ও ২০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। 
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি ২০২৩) উপজেলার শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা।
সংসদ সদস্য বকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়ন ও সমৃদ্ধিতে এগিয়ে যাচ্ছে। এ উন্নয়ন দেশের সকল জনগোষ্ঠীকে সাথে নিয়ে দ্রুত অগ্রসরমান। বিশেষ করে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে উন্নয়নের ধারায় গতিশীল করতে বৃত্তি ও উপকরণ প্রদানের মাধ্যমে শিক্ষা সহায়তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মাসিক ভাতা এবং আবাসন সুবিধা প্রদান করা হচ্ছে।
২০২২-২০২৩ অর্থ বছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির অধীনে এসব সহায়তা প্রদান করা হয়েছে।
এ ছাড়া শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন ও বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের শীতবস্ত্র বিতরণ করেন সংসদ সদস্য।

সাম্প্রতিক মন্তব্য

Top