সিবিইটি বৃত্তি আবেদন শুরু ৬ ফেব্রুয়ারি
আনোয়ারা ইমাম শেফালী।।
কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সিবিইটি) বৃত্তি ২০২৩ এর আবেদন আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হবে। চলবে ২২ মার্চ পর্যন্ত।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি ২০২৩) সংগঠনের সভাপতি ড. এমদাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. এমদাদ খান বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে। প্রতিটি কলেজে ৫ জন ৫০টি কলেজের ২৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। প্রতি শিক্ষার্থী দুই কিস্তিতে পাবে ১৩ হাজার টাকা। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ৮৫ জন শিক্ষার্থী ৪ কিস্তিতে পাবেন ৩৬ হাজার টাকা।
২০২১ সালের ৬৭ জন এবং ২০২২ সালের ৮৩ জন ছাত্র-ছাত্রীকে এক বছরের জন্য নবায়ন করা হবে।
জানা যায়, কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট বিশ্বাস করে
শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি। শিক্ষা মানুষকে দক্ষতা, যোগ্যতা দিয়ে একজন মানুষের জীবন চলার পাথেয় হিসেবে কাজ করে। এ ধারণায় অনুপ্রাণিত হয়ে ২০১২ সালের আগস্ট মাসে কানাডাভিত্তিক কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সিবিইটি) সংগঠন যাত্রা শুরু করে। কানাডা সরকারের আইন মতে সিবিইটি একটি সেবামূলক রেজিস্টার্ড প্রতিষ্ঠান। সিবিইটি তাদের ফান্ডের শতকরা ৯০ ভাগ বাংলাদেশের গরিব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তির জন্য ব্যয় করে। সূচনালগ্ন থেকে এ পর্যন্ত বাংলাদেশের সহস্রাধিক ছাত্র/ছাত্রীদের বৃত্তি দিয়েছে।
সিবিইটি শিক্ষাবৃত্তি বিতরণের কার্যক্রম বেসরকারি সংস্থা 'সুরভি'র মাধ্যমে বাস্তবায়ন করা হয়।
বিস্তারিত জানতে www.cbet.ca অথবা ই-মেইলে info@cbet.ca।
সাম্প্রতিক মন্তব্য