logo
news image

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে আশরাফুল ইসলাম (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি ২০২৩) সকাল ৯টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের বড় বিলশলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি ওই গ্রামের আব্দুস সালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিয়ে হয়েছে আশরাফুলের। রাতে স্ত্রীর সাথে মনোমালিন্য হওয়ায় সবার অজান্তে নিজ ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন তাৎক্ষণিক টের পেয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য