logo
news image

নদীগর্ভে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পদ্মা নদীগর্ভে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (২৩ জানুয়ারি ২০২৩) দুপুরে উপজেলার লক্ষীপুর বাজার এলাকায় এ মানববন্ধন করা হয়। এলাকাবাসী বলেন, পদ্মা নদী থেকে অবৈধভাবে লালপুর উপজেলার১নং লালপুর ও ২ নং ঈশ্বরদী ইউনিয়নের বিভিন্ন মৌজায় বালু উত্তোলনের ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী ইপিজেড, পাকশী হার্ডিঞ্জ  ব্রিজ, প্রস্তাবিত নাটোর অর্থনৈতিক অঞ্চল,  নদীর তীর রক্ষা বাঁধ, ফসলি জমি, ঘরবাড়ি পদ্মা নদীতে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বক্তারা আরো বলেন, এসব অবৈধ বালু উত্তোলনকারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে  না পারলে আবাদি জমি, নদীর তীর রক্ষা বাঁধ, ঘরবাড়ি  পদ্মা নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবগত করলে তারা সরোজমিন পরিদর্শন করে অবৈধভাবে বালু উত্তোলন সাময়িকভাবে বন্ধ করেন। কিন্তু অবৈধ বালু উত্তোলনকারীরা প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে  পুনরায় বালু উত্তোলনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন সুমন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
এ ব্যাপারে সামিউল এন্টার প্রাইজের স্বত্ত্বাধীকারী সামিউল ইসলাম জানান ৫ কোটি ৬৩ লাখ ৭৬ হাজার টাকায় সরকারি বিধি মোতাবেক নদীতে বালু উত্তোলনের ইজারা গ্রহণ করেছেন। ইজারাকৃত এলাকার বাইরে কোন বালু ও ভরাট উত্তোলন করেননি। কিছু ষঢ়যন্ত্রকারী তাঁর বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছেন।

সাম্প্রতিক মন্তব্য