জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি ২০২৩) বিকেলে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর গ্রামস্থ বাসভবনে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ পাপ্পু, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আব্দুস সালাম, লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবীর সুইটসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সাম্প্রতিক মন্তব্য