logo
news image

সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ২

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরে লালপুরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও মাদক কারবারি দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি ২০২৩) সন্ধ্যায় উপজেলার চকবাদেকুলপাড়া ও বড়াইগ্রামের বনপাড়া বাজার এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মো. মোজাহার আলীর ছেলে মো. বজলুর রহমান (৪৫) ও রামকৃষ্ণপুর (চিনিরবটতলা) গ্রামের মো. মিন্নাত ইসলামের ছেলে মো. সবুজ ইসলাম (১৯)।
র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনিসহ কোম্পানী উপঅধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় লালপুর উপজেলার চকবাদেকুলপাড়া ও বড়াইগ্রামের বনপাড়া বাজার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন।
লালপুর উপজেলার চকবাদেকুল এলাকায় মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি মো. সবুজ ইসলামকে গ্রেপ্তার করেন। এ সময় ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি সীমকার্ডসহ মোবাইল, মাদক বিক্রির নগদ ১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। অপর অভিযানে বড়াইগ্রামের বনপাড়া বাজার এলাকা থেকে লালপুর থানার সিআর ২৯২/১৯ (লাল) মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামি মো. বজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. সবুজ ইসলাম স্বীকার করেন জব্দকৃত আলামত ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছেন। পেশাদার ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে মাদক কেনা-বেচা করে আসছিলেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০ (ক) ধারায় মামলা হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য