logo
news image

নাটোর-১ আসনে এনডিএমের প্রার্থী মাকসুদুর রহমান

লালপুর (নাটোর) প্রতিনিধি
৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) সিংহ মার্কা প্রতীকে দলের যুগ্ম বিভাগীয় সম্পাদক (রাজশাহী) মো. মাকসুদুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি ২০২৩) মাকসুদুর রহমান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম পর্যায়ের আগাম ৩০ জন প্রার্থী তালিকা ঘোষণা করে নিবন্ধিত রাজনৈতিক দল এনডিএম। গত শনিবার জাতীয় প্রেসক্লাবে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ চূড়ান্ত মনোনয়নের ঘোষণা দেন।
নাটোর-১ আসনে মনোনয়ন দেওয়ায় এনডিএমের চেয়ারম্যান ববী হাজ্জাজকে ধন্যবাদ জানিয়ে মো. মাকসুদুর রহমান বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে মুসলিম লীগের সাথে ঐক্য করে বৈধ প্রার্থী হিসেবে হারিকেন মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। এবার এনডিএমের সিংহ মার্কা প্রতীক নিয়ে মানুষের কাছে পৌঁছে যাবেন। নির্বাচিত হলে অবহেলিত ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বপ্রথম বলিষ্ট ভূমিকায় কাজ করবেন।
তিনি জাতীয় সংসদে সাধারণ মানুষের কথা বলবেন। এই দেশ কিভাবে দুর্নীতিমুক্ত করা যায় সে বিষয়ে আমার দ্বায়িত্বপূর্ণ বক্তব্য তুলে ধরবেন। ‘আমার দেশ আমার অধিকার’ প্রতিষ্ঠায় কাজ করবেন। মেধাবীদের চাকরির সুযোগ, বেকার সমস্যার সামাধান, ঘুষ-বাণিজ্য নির্মূল, এলাকার শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, বিভিন্ন ভাবে টাকা পাচার ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
জীবন-বৃত্তান্ত: নাটোরের লালপুর উপজেলার ধনঞ্জয়পাড়া গ্রামে ১৯৬২ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. মাকসুদুর রহমান। পিতা মরহুম সাজেদুর রহমান ও মাতা মরহুম সামসুন্নাহার বেগম। তিনি ১৯৮২ সালের অক্টোবর মাসে স্ত্রী রুনা লায়লার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বড়  মেয়ে মোসা. মুস্তারী জাহান তানিয়া। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে  ব্যবস্থাপনা বিভাগে ব্যাচেলর অব বিজনেস এডমিনিষ্ট্রেশন (বিবিএ) ডিগ্রী অর্জন করে। তার প্রতিষ্ঠিত মার্সম্যালো ক্যাফে এন্ড প্লে-জোন নামে একটি চাইনিজ রেস্টুরেন্ট বনশ্রী, রামপুরা, ঢাকায় পরিচালিত হচ্ছে। তার স্বামী জাতীয় রাজস্ব বোর্ডের একজন রেভিনিউ কর্মকর্তা হিসেবে কর্মরত। দ্বিতীয় মেয়ে মোসা. তাশরীফা জাহান সিনথিয়া। রাজশাহী মেডিকেল কলেজ হতে ৫৩তম ব্যাচে এমবিবিএস ডিগ্রীসহ ইন্টার্ণশীপ শেষ করেন। বর্তমানে অস্টেলিয়ার ব্রিসবেন রাজ্যে মেডিকেল বিষয়ে দুই বছরের এএমসি কোর্স প্রথম পার্ট ও চুড়ান্ত পার্ট শেষ করেন। তার স্বামী ড. আবু সাঈদ অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির পিএইচডি ও পোষ্ট ডক্টরেট শেষ করে ওই ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক/গবেষক হিসেবে কর্মরত আছেন। পুত্র মো. মাহফুজুর রহমান সিয়াম, ইষ্ট-ওয়েষ্ট ইউনিভার্সিটি হতে বিবিএ ডিগ্রি অর্জন করেন।
তিনি করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, করিমপুর উচ্চ বিদ্যালয় হতে ১৯৭৯ সালে এসএসসি, রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট হতে ১৯৮০ সালে ডিপ্লোমা ইন কমার্স, রাজশাহী সরকারী সিটি কলেজ হতে ১৯৮২ সালে বিকম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগে মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে রাজশাহী  পিটিআই থেকে সার্টিফিকেট ইন এডুকেশন এবং ১৯৯৮ সালে রাজশাহী টিটি কলেজ হতে ব্যাচেলার অব এডুকেশন বিএড ডিগ্রী লাভ করেন।
১৯৮৫ সালে লালপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ফজলুল হকের পিএ হিসেবে কর্মজীবন শুরু করেন।  চার মাস পরে চাকুরী ছেড়ে নিজের প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান রাইস মিল ও বড় ভাই প্রতিষ্ঠিত বৃহৎ সুপার আইসক্রীম ফ্যাক্টরির দায়িত্ব নেন। ১৯৮৭ সালে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন। ২০০৩ সালে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি লাভ করেন। এরমধ্যে কাব স্কাউট, বেসিক এবং এডভান্সড কোর্স সমাপ্ত করেন। শিক্ষকদের প্রশিক্ষক হিসেবে অনেকগুলো কোর্স পরিচালনা করেন। ২০১১ সাল হতে ‘মেসার্স স্পর্শ ট্রেডার্স’-এর দায়িত্ব নেন।  ২০১৭ সালের ৩১ জানুয়ারি প্রধান শিক্ষক পদ হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।
২০১৭ সালে ববি হাজ্জাজ প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের (এনডিএম-সিংহ মার্কা) কেন্দ্রীয় কমিটি সদস্য পদ লাভ করেন। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে মুসলিম লীগের সাথে ঐক্য করে বৈধ প্রার্থী হিসেবে হারিকেন মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন।  
১৯৯৮ সালে রাজশাহী টিটি কলেজে প্রশিক্ষণের সময়ে ‘আদম ব্যাপারী নির্বাচন’ নাটকে মন্ত্রীর ভূমিকায় অভিনয় করেন। এছাড়া ‘শুভ বিবাহ’ নাটকে অভিনয় করেন। ২০২১ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থিয়েটার হলে ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ নাটকে অভিনয় করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top