logo
news image

কুপিয়ে জখম সাবেক চেয়াম্যানের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মৃধা মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৪ জানুয়ারি ২০২৩) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
গত ১ জানুয়ারি বেলা তিনটার দিকে উপজেলার ডাঙ্গাপারা চিলান এলাকায় সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
সাবেক ইউপি সদস্য রেজাউল করিম বলেন, ডাঙ্গাপাড়া চিলান গ্রামের ওসমান গনির সঙ্গে মোজাম জোয়ার্দ্দারের জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে। সেই বিরোধ নিরসনের জন্য কদিমচিলান ইউনিয়ন পরিষদে সালিস হয়। ওই সালিসে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান মৃত্যু তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গত ৪ জানুয়ারি এজাহার নামীয় ৭ জনের নামে থানায় মামলা হয়েছে। আসামিদের ৭ জন আত্মসমার্পন করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর না করে জেলহাজতে পাঠায়।
মো. আব্দুর রাজ্জাক মৃধা নাটোরের লালপুরের ডাঙ্গাপাড়া চিলান গ্রামে ১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আজাহার আলী মৃধা ও মাতা মরহুম ছালেজান বেওয়া। স্ত্রী মোছা. সহিদা বেগম। তাঁদের সন্তান মোছা. আরিফা বেগম, মোছা. রাবিয়া বেগম ও মো. শাহিনুর রহমান।
তিনি চাঁদপুর প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি ও পাঁচুবাড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন।
তিনি ১৯৮০ সালে কদিমচিলান ইউনিয় আওয়ামী লীগের সদস্য, ১৯৮৮ সালে সহসভাপতি, বর্তমান উপদেষ্টা হিসেবে আছেন।
তিনি কদিমচিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ২৪/০১/১৯৯৮-২৪/০৩/২০০৩ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি সার্ভেয়ার (জমি মাপার আমিন) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০২৩ সালের ১৪ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

সাম্প্রতিক মন্তব্য