logo
news image

মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে জরিমানা

মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে জরিমানা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের বাজার তদারকি অভিযানে এক ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি ২০২৩) ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ প্রশাস‌নিক ব্যবস্থায় লালপুর  বাজারের রাহেন ফার্মেসীকে ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে  ৪  হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো. মেহেদী হাসান তানভীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাম্প্রতিক মন্তব্য