বিএসএড কলেজের ভবন উদ্বোধন
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজের (বিএসএড) ভবন উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি ২০২৩) বিকেলে উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় সংলগ্ন জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে বিএসএড কলেজের দ্বিতীয় তলা উর্ধ্বমুখী সম্প্রসারণ ভবনের উদ্বোধন করেন ট্রাস্টি ইঞ্জিনিয়ার ড. ইফতেখার রহমান ও সেলিনা মুস্তফা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌ-বাহিনীর সাবেক প্রধান এডমিরাল আমির আহমেদ মুস্তফা। বিশেষ অতিথি ছিলেন, জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্টের পরিচালক সোনিয়া হাসান, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. ছিদ্দিক আলী মিষ্টু, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত এই কলেজে রাজশাহী, রংপুর, খুলনাসহ দেশের সকল বিভাগের প্রশিক্ষণার্থীরা ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন (বিএসএড) প্রশিক্ষণ নিতে পারবেন।
সাম্প্রতিক মন্তব্য