সেই সাফা পেল গোল্ডেন জিপিএ -৫
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
পোস্ট ট্রমাটিক সেরিব্রাল পালসি জনিত রোগী সেই ফারিহা হোসেন সাফা শ্রুতি লেখক নিয়ে পরীক্ষা দিয়ে গোল্ডেন জিপিএ -৫ পেয়েছেন। সোমবার প্রকাশিত এসএসসির ফলাফলে সে রাজশাহী বোর্ডের অধীনে এই ফল অর্জন করে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অফিস সহকারী এরশাদুর রহমান।
সাফা নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে পরীক্ষা দিয়েছিলো। সে নিজে লিখতে না পারায় উপজেলার পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তৃষা খাতুনকে শ্রুতি লেখক হিসেবে নিয়েছিল। সাফা মুখে যা বলেছে সেগুলোই পরীক্ষার খাতায় ওই শ্রুতি লেখক লিখেছে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৮ অক্টোবর এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় সাফা। সেজন্য তাকে লাইফ সার্পোটে আটদিন আর আইসিইউতে ২২ দিন থাকতে হয়। এরফলে তার ২০২১ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা থাকলেও তা দিতে পারেনি। আর ওই দুর্ঘটানার কারণে তার চলা-ফেরা, লেখা-পড়াসহ সকল কাজ-কর্মে খুবই ধীর গতি হয়ে পড়ে। তাই পরীক্ষায় শ্রুতি লেখক নিতে হয়েছে তার।
সাম্প্রতিক মন্তব্য