গাছের সাথে শত্রুতা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে শত্রুতা করে মনোয়ারা নার্সারির তিন শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (১৩ নভেম্বর ২০২২) সকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের উত্তর বাওড়া গ্রামের ওই নার্সারিতে গিয়ে গাছগুলো কাটা পড়ে থাকতে দেখেন নার্সারি মালিক আব্দুল মান্নান।
তিনি বলেন, শনিবার দিবাগত রাতে কে বা কারা বাওড়া মাঠের নার্সারি বাগানের তিন শতাধিক উন্নতজাতের মাল্টা, আমড়া, বাতাবি লেবু/জাম্বুরা, আম, কাঠাল, পেয়ারার গাছ কেটে দিয়েছে। এক সপ্তাহ আগেও তাঁর আরেকটি পেয়ারা বাগানের পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এছাড়া নার্সারী ও বাগানের বাকি গাছগুলো নিয়েও শঙ্কায় আছেন তিনি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক মন্তব্য