logo
news image

গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে অসিম কুমার (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সোমবার (৭ নভেম্বর ২০২২) রাতে উপজেলার ওয়ালিয়া (পালপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের ধীরেন পালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে অসিম কুমার নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন প্রথমে ধুপইল সার্জিক্যাল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায়, অসীম কুমারের স্ত্রী কিছুদিন পূর্বে তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে তিনি মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। তাঁর কারনে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য