logo
news image

ইমো হ্যাকের অভিযোগে ইউপি চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের তুহিন (২০) নামে একজনকে ইমো হ্যাকের অভিযোগে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে বাঘা থানা পুলিশ।
সোমবার (৭ নভেম্বর ২০২২) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
তিনি উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার ছেলে। ওই ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, রোববার (৬ নভেম্বর ২০২২) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার ব্যাঙগাড়ী এলাকা থেকে ইমো হ্যাকিং চক্রের সক্রিয় সদস্য তুহিন নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে ইমো হ্যাকিং কাজে ব্যবহৃত ডিভাইসসহ সোমবার (৭ নভেম্বর ২০২২) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য