logo
news image

বাউয়েটে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি 
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এ-উপলক্ষ্যে রোববার সকাল থেকে রাত পর্যন্ত ক্যাম্পাসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওইদিন সকালে নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল। এসময় ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক হামিদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন ট্রেজারার কর্ণেল (অব.) মোহাম্মাদ হামিদুল হক পিএসসি, রেজিস্ট্রার লে: কর্ণেল (অব.) শেখ মোঃ শামীম হোসেন, ইসিই এবং সায়ান্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন এবং ইইই বিভাগের প্রফেসর কাজী খায়রুল ইসলাম, সিইই অনুষদের ডিন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ইঞ্জিনিয়ার রশিদুল হাসান, আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক শহীদুল ইসলাম, প্রক্টর ও সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মাদ গোলাম সরওয়ার ভুঁঞা, অগ্রজ ব্যাচের মধ্য থেকে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জিয়ানশা আনন্দ, নবাগতদের মধ্য থেকে সিএসই বিভাগের সাবিনা ইয়াসমিন এবং আইন ও বিচার বিভাগের মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন সকল অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

প্রধান অতিথি বলেন, ‘জ্ঞান অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ সুবিধা কাজে লাগাতে হবে। এখানে রয়েছে অত্যাধূনিক ল্যাব ও লাইব্রেরি সুবিধা, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমন্ডলি-কর্তকর্তা। ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং সুন্দর ও সুশৃংখল জীবন যাপন করতে হবে।’ 

অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের অগ্রজ শিক্ষার্থীরা রজনীগন্ধা ফুল দিয়ে বরন করে নেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিসমূহ, শ্রেণিকক্ষ, লাইব্রেরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস ও সেবাকেন্দ্রসমূহ ঘুরিয়ে দেখানো হয়।
এবং ওই দিনই রাতে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পূর্ণতা’ অনুষ্ঠিত হয়। 

সাম্প্রতিক মন্তব্য