logo
news image

৫ বিঘা জমির পেয়ারা গাছ কর্তন

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে দুর্বৃত্তরা এক কৃষকের ৫ বিঘা জমির পেয়ারা গাছ কেটে ফেলেছে বলে জানা গেছে।
রোববার (৬ নভেম্বর ২০২২) উপজেলার চংধুপইল ইউনিয়নের উত্তর বাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মান্নান বলেন, পাঁচ বিঘা জমিতে পেয়ারা বাগান করেছেন। পেয়ারা গাছে ফুল ও ফলের গুটি এসেছে। রোববার সকালে জমিতে শ্রমিক নিয়ে কাজ করতে গিয়ে দেখেন বাগানের ১৪টি গাছ কাটা পড়ে রয়েছে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এছাড়া বাকি গাছ নিয়েও শঙ্কায় রয়েছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক মন্তব্য