ট্যাবলেট খেয়ে মৃত্যু না হত্যা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পেটের ব্যথায় গ্যাসের ট্যাবলেট খেয়ে মোছা. সুকতারা (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় লালপুর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর ২০২২) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের মো. সাকিবের স্ত্রী ও চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
তার স্বামী মো. সাকিব বলেন, বৃহস্পতিবার রাতে তার স্ত্রী মোছা. সুকতারা রাতের খাওয়া দাওয়া শেষে পেটের ব্যথার কারণে গ্যাসের ট্যাবলেট খেয়ে নিজ ঘরে শুয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে তিনি এসে দেখেন শুকতারা মৃত অবস্থায় বিছানার উপরে পড়ে আছেন। বিষয়টি আত্মীয়-স্বজনকে জানিয়ে লালপুর থানা পুলিশকে খবর দেন। শুক্রবার সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, লাশের ময়নাতদন্ত রিপোর্ট ও সরেজমিন তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের বাবা আনোয়ার হোসেন বাদি হয়ে লালপুর থানার হত্যা মামলা দায়েরের করেছেন।
সাম্প্রতিক মন্তব্য