কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
লালপুর (নাটোর) প্রতিনিধি
'কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র' প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর ২০২২) বেলুন ও পায়রা উড়িয়া, বর্ণাঢ্য র্যালি শেষে থানা অডিটোরিয়ামে কমিউনিটি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়াজ্জামানের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম খান, পুলিশ পরিদর্শক (আইসি- আব্দুলপুর) হীরেন্দ্রনাথ পরামানিক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, নুরে আলম সিদ্দিকী, গোলাম মোস্তফা আসলাম, নাটোর জেলা পরিষদ সদস্য মোঃ মতিউর রহমান, অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, প্রভাষক মোজাম্মেল হক, প্রধান শিক্ষক আব্দুল খালেক, সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি মো. ফজলুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপ-পরিদর্শক হাসান তৌফিক।
এ সময় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য