logo
news image

রাসেলও হতেন বিশ্বমানবতার প্রতীক

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশুপুত্র শেখ রাসেলকে হত্যা করার মধ্য দিয়ে ঘাতকরা মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্যতম অপরাধ করেছে। নিষ্ঠুর এ হত্যাকান্ড শুধু রাসেলের জীবনকেই কেড়ে নেয়নি, সেই সাথে ধ্বংস করেছে তাঁর সকল অবিকশিত সম্ভাবনা।
বেঁচে থাকলে তিনি হয়তো জাতির পিতার মতো বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কাণ্ডারি হতেন। হতে পারতেন স্বমহিমায় উজ্জ্বল বিশ্বমানবতার প্রতীক।
মঙ্গলবার (১৮ অক্টোবর ২০২২) নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপনের শুরুতে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‍্যালি ও দোয়া মাহফিল শেষে আলোচনা সভায় এসব কথা বলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। 
সংসদ সদস্য বলেন, বঙ্গবন্ধু যখন তার স্বপ্নের বাংলাদেশ, যুদ্ধবিধ্বস্ত দেশকে এগিয়ে নিতে শুরু করলেন, ঠিক সেই সময়ে একাত্তরের অপশক্তি তাদের দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের দোসরদের নিয়ে নৃশংসভাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। একজন মানুষকে সরিয়ে দেওয়ার জন্য তার পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার এমন ঘটনা ইতিহাসে বিরল।
তিনি বলেন, সেই শেখ রাসেল এখন নতুন প্রজন্মের কাছে প্রেরণার উৎস। তাঁর নামে স্থাপিত ডিজিটাল ল্যাব প্রত্যেকটি প্রতিষ্ঠানে আলো ছড়াচ্ছে সারাদেশে। 
অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা. মোনোয়ারুজ্জামান, গোপালপুর পৌরসভার মেয়র রোখসানা মর্তুজা লিলি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরসহ প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
পরে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সামাজিক বনায়নে অংশগ্রহণকারী ১৫ জনের মাঝে গাছ বিক্রির চেক বিতরণ করেন। 

সাম্প্রতিক মন্তব্য