logo
news image

বরেণ্য অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজের মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শোক

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ।   মন্ত্রী সোমবার সন্ধ্যায় শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত  কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় মন্ত্রী বলেন, দীর্ঘ কর্মজীবনে মাসুম আজিজ চার শত এর অধিক নাটক এবং বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর মত গুণী এবং দেশপ্রেমিক অভিনেতার মৃত্যু দেশের নাট্যাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। অভিনয়ের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবেন এই গুণী শিল্পী।

উল্লেখ্য, অভিনেতা মাসুম আজিজ আজ সোমবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সাম্প্রতিক মন্তব্য