logo
news image

জেলা পরিষদ সদস্য নির্বাচিত মতিউর রহমান

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোর জেলা পরিষদ নির্বাচনে লালপুরে সদস্য পদে পূনরায় নির্বাচিত হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মতিউর রহমান।
সোমবার (১৭ অক্টোবর ২০২২) লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই কেন্দ্র ১৪৫ জনের (পুরুষ ১১০ জন ও মহিলা ভোটার সংখ্যা ৩৫ জন) ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৪৪ জন। একজন ওমরা হজ্বে থাকায় ভোট দিতে পারেননি।
নির্বাচনে সদস্য পদে মো. মতিউর রহমান হাতি প্রতীকে ৪৫ ভোট পেয়ে এক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. তৌহিদুল ইসলাম বাঘা টিউবওয়েল প্রতীকে ৪৪ ভোট পেয়েছেন। অন্যান্য প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান মিন্টু ঘুড়ি প্রতীকে ৪২ ভোট, মো. রফিকুল বাশার ফ্যান প্রতীকে ১২ ভোট এবং মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক তালা প্রতীকে মাত্র ১ ভোট পেয়েছেন।
মতিউর রহমান ২০১৬ সালের ২৮ ডিসেম্বর নাটোর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ১৯৯২ থেকে ২০০৪ সাল পর্যন্ত লালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ২০০৪ সাল থেকে দায়িত্ব পালন করছেন।
মো. মতিউর রহমান লালপুর উপজেলার চরজাজিরা গ্রামে ১৯৬২ সালের ২০ মে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম নাদের ব্যাপারী ও মাতা জবেদা বেগম। স্ত্রী ঝর্না বেগম। তাদের সন্তান বায়েজিদ বোস্তামী জনি, শিশির আহমেদ পিয়াস, সৌরভ ইসলাম ও ফাতেমাতজ জোহরা।
তিনি চরজারিরা প্রাথমিক বিদ্যালয়, লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় ও বড়াইগ্রামের তিরইল উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top