আদিবাসী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে জমিতে বিষ দিতে গিয়ে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপক কুমার সরকার গনেশ (৪৫) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ।
শনিবার (১৫ অক্টোবর ২০২২) দুপুর ১২টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের এরশাদ মোড় নামক স্থানে জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন নাটোর জেলা শাখা আদিবাসী পরিষদের সভাপতি প্রদীপ লাকরা, সহসভাপতি প্রতাপ সিং, সাধারণ সম্পাদক মুন্ডা কালিদাস রায়, সিপিবি-র নাটোর জেলা সভাপতি নির্মল চৌধুরী, আদিবাসী পরিষদের লালপুরের সভাপতি শংকর বাগদি, গুরুদাসপুরের সভাপতি কৃষ্ণ রায়, বড়াইগ্রামের সভাপতি জাদু কুমার দাস, নিহতের স্ত্রী অঞ্জলী রানী সরকার, আদিবাসী পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকার ৪ শতাধিক জনসাধারণ।
মানববন্ধনে বক্তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, যে কোন ব্যক্তির মৃত্যু ঘটতে পারে জেনেও তাঁরা জমির আইলের উপর খোলা তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে দীপক রঞ্জন সরকার গণেশকে মেরে ফেলেছে।
নিউ এরা ফাউন্ডেশন নামে এনজিও কর্মী নিহতের স্ত্রী অঞ্জলী রানী সরকার বলেন, তাঁর স্বামী অফিস ছুটি থাকায় গত শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামের মৃত নরেন কুমার সরকারের ছেলে দীপক কুমার সরকার গনেশ ধানের জমিতে স্প্রে মেশিন দিয়ে বিষ দিতে যান। রাত সাড়ে ৮টার দিকে ধানের জমি থেকে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই শ্রী ললিন সরকার (৬২) বাদি হয়ে পার্শ্ববর্তী জমির মালিক মহেশ্বর পুরাতনপাড়া গ্রামের মৃত অহেদ আলীর ছেলে মো. আহাদ (৫৫) ও তাঁর ছেলে মো. আকরাম (৩০) দুই জনের নামে থানায় মামলা করেন।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম খান বলেন, জমির ইঁদুর মারার জন্য খোলা জিআই তার দিয়ে ফাঁদ পেতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে অনিরাপদ বিদ্যুৎ ব্যবহারে প্রাণহানি ঘটছে। ইতোমধ্যে গ্রাহকদের সচেতন করতে সমিতির পক্ষ থেকে উঠান বৈঠক করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আসামি করে থানায় হত্যা মামলা হয়েছে। তাঁরা আদালত থেকে জামিন নিয়েছেন। ময়না তদন্তের প্রতিবেদন পেলে আদালতে তা দাখিল করা হবে।
সাম্প্রতিক মন্তব্য