বিএনপি নেতাকর্মীর বেইল বন্ড দাখিল
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষে ৫৮ জন নেতাকর্মী এবং অজ্ঞাতনামা ২০০/৩০০ জনের নামে দায়ের করা মামলায় জামিন প্রাপ্ত সকল আসামি নাটোর কোর্টে বেইল বন্ড দাখিল ও স্বাক্ষর করেছেন।
মঙ্গলবার (১১ অক্টোবর ২০২২) নাটোর সিজিএম কোর্টে বেইল বন্ড দাখিল ও স্বাক্ষর করতে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের সন্তান ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) সাবেক ভিপি ও লালপুর উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার ইয়াসির আরশাদ রাজন, বিএনপির মানবাধিকার কমিটির অন্যতম সদস্য এ্যাড. ফারজানা শারমিন পুতুলসহ লালপুর-বাগাতিপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর সারা দেশে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী নিহত এবং আহত হওয়ার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত বিক্ষোভ কর্মসূচীতে নাটোরের লালপুর উপজেলায় পুলিশের সাথে সংঘর্ষে ১২ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় ৭ সেপ্টেম্বর পুলিশ বাদি হয়ে ফারজানা শারমিন পুতুল এবং ইয়াসির আরশাদ রাজনকে প্রধান আসামি করে লালপুর উপজেলা, গোপালপুর পৌর এবং বাগাতিপাড়া উপজেলার ৫৮ জন নেতাকর্মী এবং অজ্ঞাতনামা ২০০/৩০০ জনের নামে মামলা দায়ের করে। গত ১২ সেপ্টেম্বর মহামান্য হাইকোর্ট আগাম জামিন দেন।
সাম্প্রতিক মন্তব্য