পদ্মা নদীতে জাল জব্দ ও জরিমানা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ইলিশ সম্পদ সংরক্ষণে মা-ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযানে জাল জব্দ ও জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ অক্টোবর ২০২২) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাকের ভ্রাম্যমান আদালত এ অভিযান করেন।
ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, সোমবার উপজেলা সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। অপরদিকে লালপুর বাজার সংলগ্ন বালিতিতা ইসলামপুরে অভিযান চালিয়ে লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে মৎস্য-খাদ্য মজুদ ও বিক্রির অপরাধে মৃত নবীর উদ্দিন মন্ডলের ছেলে মো. আব্দুল হান্নানকে (৫০) 'মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০' এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সামা ও লালপুর থানা পুলিশ।
উল্লেখ্য, এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৭ থেকে ২৮ অক্টোবর মোট ২২ দিন ইলিশ মাছ আহরণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ নিশ্চিতকরণার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।
সাম্প্রতিক মন্তব্য