জরিমানা ও মাড়াইকলের যন্ত্রাংশ জব্দ
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ক্ষতিকর দ্রব্য মিশিয়ে গুড় তৈরি এবং অবৈধভাবে আখ মাড়াইয়ের অপরাধে ৪ হাজার টাকা জরিমানা ও ৪টি মাড়াইকলের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
শনিবার (৮ অক্টোবর ২০২২) নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড এলাকায় উপজেলার ওয়ালিয়া ও চংধুপইল ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাকের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক কেশবপুর গ্রামের মৃত ছাদেক প্রাংয়ের ছেলে মো. হাবিবুর রহমানকে ৩ হাজার টাকা ও মো. জাহাঙ্গীরের স্ত্রী মোছা. শিখাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গুড়, ইক্ষু, চিনি বা চিনিজাত দ্রব্য (উৎপাদন ও স্থানান্তর) নিয়ন্ত্রণ আদেশ, ২০০৬ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক অভিযানে কেশবপুর গ্রামের জাহাঙ্গীর ও সুকুর আলীর, আব্দুলপুর সবুরপাড়া গ্রামের মো. বসির উদ্দিনের এবং আড়বাব গ্রামের শহিদুল ইসলামের মাড়াইকলের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
এ সময় লালপুর থানা পুলিশের সাথে নর্থ বেঙ্গল সুগার মিল লিমিটেডের মহাব্যবস্থাপক (কৃষি) মো. আসহাব উদ্দিন, ডিজিএম (সম্প্রসারণ) কাউছার আলী সরকার, ডিজিএম (সিপি) মো. গোলাম রাব্বানী সহযোগিতা করেন।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আনিসুল আজম বলেন, মিলটিকে লাভজনক করতে সকলের সহযোগিতায় কর্মকর্তা-কর্মচারীরা নিরলস পরিশ্রক করে যাচ্ছেন। ইতিমধ্যে কৃষি খামারগুলো থেকে ৫ কোটি টাকা লাভ হয়েছে। এ বছর মিলটিকে লোকসান গুনতে হবে না। আশা করা যাচ্ছে আগামী মৌসুমে মিলটি লাভজনক অবস্থানে থাকবে।
সাম্প্রতিক মন্তব্য