logo
news image

শিক্ষাগুরু কেরামত আলীর প্রথম মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বাগাতিপাড়ায় সনামধন্য শিক্ষাগুরু কেরামত আলীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সাইলকোনা হাফেজিয়া মাদ্রাসায় এউপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় নাটোর -১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের চেয়ারম্যান এসএম লেলিন, তাঁর ছেলেরা-আত্নীয় স্বজন, মাদ্রাসার শিক্ষার্থীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন দয়ারামপুরের কাজি পাড়া মাদ্রাসার শিক্ষক সিদ্দিকুর রহমান। 

কেরামত আলী ১৭-জানুয়ারি ১৯৫৯ সালে জন্ম গহণ করেন। ১৯৬৫ সালে সাইলকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। এরপর জিগরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং  আব্দুলপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজ হইতে বিএ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন।

এরপর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরে স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৮ সালের  ১৭-জানুয়ারি চাকুরী জীবন শেষ করেন। এছাড়া তিনি নিজ এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি কলেজ, ধর্মীয় ও শিক্ষামূলক বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে অগ্রণী ভুমিকা পালন করেন।

অমায়িক-সদালাপী, কর্তব্য পারায়ণ, নিরহঙ্কার, সুজন ও সজ্জন কেরামত আলী ২০২১ সালের ৮ অক্টোবর পরলোক গমন করেন।

দোয়ার অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, শিক্ষকতা একটি মহানপেশা। কেরামত আলী সেই মহানপেশায় দীর্ঘসময় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর ছাত্ররা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। এই মৃত্যুবার্ষিকীতে তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

সাম্প্রতিক মন্তব্য