বাগাতিপাড়ায় দূর্গোৎসবে অস্থিতিশীলতা রুখতে মাঠে থাকছে দুই হাজার আওয়ামীলীগ কর্মী
বাগাতিপাড়া প্রতিনিধি
নাটোরের
বাগাতিপাড়ায়
চলমান
শারদীয়
দূর্গোৎসবে
উগ্রপন্থীদের
অস্থিতিশীলতা
রুখতে
আওয়ামীলীগের
দুই
হাজার
কর্মী
নিয়ে
প্রতিমা
বিসর্জন
পর্যন্ত
মাঠে
থাকার
ঘোষনা
দিয়েছেন
উপজেলা
আওয়ামীলীগের
সাংগাঠনিক
সম্পাদক
ও দয়ারামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল
কুদ্দুস।
রোববার
সন্ধ্যায়
আট
শতাধিক
মোটরসাইকেলের
এক
শোভাযাত্রা
নিয়ে
পূজা
মন্ডপ
পরিদর্শণে
বের
হয়ে
উপজেলার
বিহারকোল
মোড়
বাজারে
এক পথ
সভায়
এ
ঘোষনা
দেন।
এর
আগে উপজেলার
দয়ারামপুর
হতে
শোভা
যাত্রাটি শুরু
হয়ে
মালঞ্চি
বাজার
ও
বিহারকোল
মোড়
ঘুরে
জামনগর
বাজার
পর্যন্ত
চলে।
এসময়
বিভিন্ন
স্থানে
পূজা
মন্ডপ
পরিদর্শন
করেন
এবং
পূজা
উদযাপন
কমিটির
হাতে
আর্থিক
অনুদান
সহায়তা
প্রদান
করেন।
পথিমধ্যে বিহারকোল মোড় বাজারে পথসভায় আব্দুল কুদ্দুস বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন, ধর্ম যার যার, উৎসব সবার। নেত্রীর কথার সূত্র ধরে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের এই বৃহৎ উৎসবকে আমরা ভাগাভাগি করে নিয়েছি। এরপরও একটি গোষ্ঠী বার বার অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে। চলমান পূজার উৎসবকে নিরবিচ্ছিন্ন রাখতে প্রায় আট শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করেছি। এছাড়াও উগ্র গোষ্ঠী কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে সেকারনে প্রায় দুই হাজার আওয়ামীলীগ কর্মীদের সাথে নিয়ে প্রতিমা বিসর্জন পর্যন্ত মাঠে থাকছি।
সাম্প্রতিক মন্তব্য