logo
news image

জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাগাতিপাড়ার কামরুল ইসলাম

 বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি 
প্রাথমিক শিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ নাটোর জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বাগাতিপাড়ার কামরুল ইসলাম।

জেলা প্রশাসক শামীম আহমেদ ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি ইমেইল বার্তা বুধবার বিকেলে জেলা শিক্ষা অফিস থেকে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বাগাতিপাড়ার সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম।

উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা পদক প্রদান বিষয়ক জেলা বাছাই কমিটির সিদ্ধান্তে কামরুল ইসলাম শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন। তিনি বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। তিনি এর আগে চারবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। 

শিক্ষক কামরুল ইসলাম বলেন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হতে পেরে আমি আনন্দিত। আর যাদের সহযোগিতায় আমি এই স্থানে আসতে পেরেছি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আগামীতে বিভাগীয় পর্যায়ের জন্য দোয়া প্রার্থনা করছি।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, তিনি সত্যিই একজন দক্ষ, কর্মঠ, সংস্কৃত মনা এবং আইসিটিতে পারদর্শী একজন প্রধান শিক্ষক। তাঁর মধ্যে সৃজনশীল গুণও রয়েছে। তিনি তাঁর উত্তর উত্তর মঙ্গল কামনা করেন।

সাম্প্রতিক মন্তব্য