logo
news image

বাগাতিপাড়ায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

বাগাতিপাড়া প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বড়াল সভা কক্ষে নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথি থেকে কেক কাটেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু প্রমুখ। এসময় বক্তারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের ৭৭তম অধিবেশনে বিশ্বের দ্বিতীয় মর্যাদাপূর্ণ প্রধানমন্ত্রীর আসনে অলংকৃত করায় অভিনন্দন জ্ঞাপন করেন। জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পুরস্কার গ্রহন, তাঁর সততা, সুনাম ও দক্ষতায় বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নসহ জাতিকে বহিঃর্বিশ্বে নতুন রুপে পরিচিত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সাম্প্রতিক মন্তব্য