তিন ইমো হ্যাকার গ্রেপ্তার
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে রাস্তার উপর ইমো হ্যাকিংয়ের অভিযোগে ৩ জন ইমো হ্যাকারকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর ২০২২) সকাল ১০টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রহিমপুর গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে মো. পারভেজ মোশাররফ (২৪), মোঃ জহিরুল ইসলামের ছেলে মো. শাকিল আহম্মেদ (২২) ও উধনপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মো. শাহিনুর (২৩)।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল ১০টার দিকে লালপুর উপজেলার ভেল্লাবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে ভেল্লাবাড়িয়া মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মোবাইল ফোন ও সিমকার্ডসহ মো. পারভেজ মোশাররফ, মো. শাকিল আহম্মেদ ও মো. শাহিনুরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো হ্যাক করে তাঁদের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আসছিলেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২০/২৪/৩৪/৩৫ ধারায় মামলা মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য