logo
news image

জাবিতে চার দিনব্যাপী র‌্যাগ উৎসব শুরু বুধবার


জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪০তম ব্যাচের শিক্ষা সমাপনী ‘র‌্যাগ’ উৎসব আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে। ‘বন্ধুর পথ বন্ধুৃর নয় বন্ধুর সাহচর্যে’ এ স্লোগানে চার দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথমদিন বুধবার সকাল ১০টায় উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম। মঙ্গলবার র‌্যাগ উদযাপন কমিটির কোষাধ্যক্ষ নাহিদ হোসেন এ তথ্য জানান। 



ধারাবাহিক ঐতিহ্যের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ব্যাচই তাদের শিক্ষাজীবন শেষে এ উৎসবের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় ৪০তম ব্যাচও চার দিনব্যাপী র‌্যাগ উৎসবের আয়োজন করছে। বুধবার সকালে উদ্বোধন শেষে বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হবে। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমে  থাকবে কনসার্ট। 


এছাড়াও আজ থাকবে চিত্রকর্ম প্রদর্শনী, র‌্যাগ আড্ডা, স্ট্যান্ড আপ কমেডি ও ফানুস মেলা। অনুষ্ঠানের দ্বিতীয়দিন কাল বৃহস্পতিবার থাকছে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিছন্নতা অভিযান, পোস্টার প্রদর্শনী, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যা।  তৃতীয়দিন শুক্রবার থাকছে র‌্যাগার ফটোসেশন, গালা ডিনার,  ডিজে নাইট ও ক্যাম্পা ফায়ার। অনুষ্ঠানের শেষ দিন শনিবার থাকছে র‌্যাগার ডে আউট, ট্রেজার হান্ট, ঘুড়ি উৎসব, স্থিরচিত্র প্রদর্শনী ও মেগা কনাসর্ট। 

সাম্প্রতিক মন্তব্য

Top