logo
news image

লালপুরে ডেঙ্গু আক্রান্ত ১০

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন রোগী ভর্তি হয়েছেন বলে জানা গেছে। ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
রোববার (১৮ সেপ্টেম্বর ২০২২) স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আগস্ট মাসে দুজন ও সেপ্টেম্বরে ৮ জন মোট ১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সপ্তাহে ২৪ জনের পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ এসেছে ৫ জন।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুরুজ্জামান শামীম বলেন, উপজেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জ্বর নিয়ে হাসপাতালে আসলে ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই পরীক্ষা হাসপাতালের প্যাথলজি বিভাগে বিনামূল্যে করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম সাহাব উদ্দিন বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন ১০ জন। এদের মধ্যে ৭ জন সুস্থ হয়ে ফিরেছেন। বাকি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনো কেউ মারা যাননি।
এদিকে উপজেলায় ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১৪ সেপ্টেম্বর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন জেলা প্রশাসক শামীম আহমেদ। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের খোঁজখবর নেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য

Top