তুচ্ছ ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ১
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে দুই বাড়ির বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর ২০২২) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বিলামাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ যুবক রজব সরদার (৩৫) একই গ্রামের ফজর সরদারের ছেলে। আহতরা হলেন, রেখা (৪২), ফরিদা (৪৫) ও রাকিব (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার নাগশোষা গ্রামে দুই বাড়ির বৃষ্টির পানিগড়াকে কেন্দ্র করে ফজর সরদারের ছেলে মো. রজব সরদারের সাথে জমিরের ছেলে মো. সুমনের (৪০) সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে মারামারি শুরু হয়।
এ সময় সুমন গুলি করলে রজব সরদারের নাভির নিচে বাম পাশে গুলিবিদ্ধ হয়। আত্মীয়-স্বজন গুলিবিদ্ধ অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. হাসানুজ্জামান বলেন, প্রাথমিকভাবে দেখা যায় রোগীর তলপেটের বামপার্শ্বে কিছু একটা গর্ত হয়ে ভেদ করেছে। অপারেশন ছাড়া গুলির বিষয় নিশ্চিত করে বলা যাচ্ছে না। এতে প্রস্রাবে নালী বন্ধ হয়ে যায়। প্রচুর পরিমানে রক্তক্ষরণ হয়েছে। ক্যানেটার দিয়েও রক্ত আসতে থাকে। এ ধরণের রোগীর অপারেশনের ব্যবস্থা উপজেলা পর্যায়ে তো নেই, এমনকি জেলা পর্যায়ের হাসপাতালগুলোতেও নেই। রোগীর অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা ও এক রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব বলেন, দুই পক্ষের সংঘর্ষে ঘটনায় গুলিবিদ্ধ রজব সরদারের ভাই আনোয়ারুল ইসলাম বাদি হয়ে লালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে দ্রুত আইনগত পদক্ষেপ ও ঘটনার সাথে জড়িদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয় হবে।
সাম্প্রতিক মন্তব্য