বিএনপির ৫৬ নেতাকর্মীর জামিন মঞ্জুর
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলায় এজাহারনামীয় ৫৬ জনের ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১২ সেপ্টেম্বর ২০২২) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর ডিভিশন বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। বিএনপির পক্ষে শুনানী করেন এ্যাডভোকেট ফারজানা শারমীন পুতুল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ।
গত ৬ সেপ্টেম্বর ২০২২ বিএনপির সমাবেশে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ১২ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় পুলিশের কাজে বাঁধা, হামলা ও পুলিশের গাড়ি ভাংচুরের অভিযোগে ৫৮ জন নামীয়সহ অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় এখন পর্যন্ত এজাহারনামীয় ২ জনসহ ৫ জনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ
আইনজীবী ফারজানা শারমীন পুতুল বলেন, সরকারের বিরুদ্ধে বিএনপির চলমান আন্দোলনে পুলিশের কাজে বাধা, হামলা, পুলিশের গাড়ি ভাংচুর ও বিষ্ফোরনের অভিযোগে পুলিশ বিএনপি নেতা-কর্মীদেরকে আসামী করে মামলা করে। তাঁদের হয়রানী করার জন্য এই মিথ্যা অভিযোগে মামলা করা হয়। সোমবার শুনানী শেষে আদালত তাঁদেরকে ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর নাটোরের লালপুরে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদলের সভাপতি নূরে-আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে দীর্ঘ ১৫ বছর পর মঙ্গলবার প্রকাশ্যে সমাবেশের ডাক দেয় লালপুর উপজেলা বিএনপি।
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা মোড়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ১২ জন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় পুলিশ ৫৮ জন নামীয়সহ অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। তাঁদের মধ্যে এজাহারনামীয় গোলাম মোস্তফা তুহিন (৪২) ও মহির উদ্দিন (৫৮) দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে বিক্ষোভে যোগদানের জন্য আসার পথে বিকেল পৌনে ৫টার দিকে পালিদেহা মোড়ে পুলিশের চেকপোস্টে বাধার মুখে পড়েন। এতে উত্তেজিত বিএনপির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ আত্মরক্ষার্থে দুই রাউন্ড টিয়ার সেল ও তিন রাউন্ড গুলি বর্ষণ করে।
উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. ইয়াসির আরশাদ রাজন বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করতে আওয়ামী লীগের সঙ্গে পুলিশ পরিকল্পিত হামলা চালিয়ে আমাদের ১২ জন নেতা-কর্মীকে আহত করেছে।
বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুলিশের এই নৃশংস হামলা ও নেতা-কর্মীদের আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে এজাহারনামীয় ৫৮ জনসহ অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে।
সাম্প্রতিক মন্তব্য