সামাজিক-সম্প্রীতি সভা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে প্রথম সামাজিক-সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর ২০২২) উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফতাব হোসেন ঝুলফু, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম খান, বিভিন্ন দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক, বিবাহ রেজিস্টার, সাংবাদিক প্রমুখ।
একই সাথে আইনশৃঙ্খলা সভা, সন্ত্রাস নাশকতা ও জঙ্গি প্রতিরোধ সংক্রান্ত সভা এবং উপজেলা টাস্কফোর্স কমিটি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক মন্তব্য