ভোক্তা-অধিকারের অভিযানে জরিমানা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও ভেজাল গুড় তৈরির অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর ২০২২) বিকেলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর বাজার তদারকি অভিযানে এ জরিমানা করেন।
সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর বলেন, রোববার অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় উপজেলার লালপুর বাজারের মেসার্স সামির ফার্মেসীর স্বত্বাধিকারী মো. সজিব উদ্দিন শেখকে ৩৭ ধারায় ফিজিশিয়ান স্যাম্পল/ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় ৩ হাজার টাকা, মেসার্স হাজেরা ফার্মসীর (্স্বত্ত্বাধিকারী মো. শুকচাঁদ আলীকে ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় ৪ হাজার ৫০০ টাকা এবং রামানন্দপুর এলাকার হাসান গুড় ভান্ডারের স্বত্বাধিকারী হাসানকে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ১ লাখ টাকা সর্বমোট ১ লাখ ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাম্প্রতিক মন্তব্য