logo
news image

বাগাতিপাড়ায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন সাইলকোনা বালিকা বিদ্যালয়


নিজস্ব প্রতিবেদক 

নাটোরের বাগাতিপাড়ায় মাধ্যমিক স্কুল পর্যায়ের মেয়েদের গ্রীষ্মকালীন ফুটবলের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সাইলকোনা বালিকা বিদ্যালয়। 

বৃহস্পতিবার সকালে উপজেলার বাগাতিপাড়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা হয়। ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সাইলকোনা ল্যাবরেটরি বালিকা উচ্চ বিদ্যালয় ও বাগাতিপাড়া পৌর এলাকার বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মেয়েদের মধ্যকার এই খেলায় ১-০ গোলে সাইলকোনা বালিকা বিদ্যালয় জয়ী হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, বাগাতিপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাজেদুর রহমান সাজ্জাদ, সাইলকোনা ল্যাবরেটরি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন এবং বাগাতিপাড়া বালিকা উচ্চ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইসার ওয়াদুদ বাবর প্রমুখ। 

সাম্প্রতিক মন্তব্য