বিএনপির বিক্ষোভ আহত ১২ নেতাকর্মী
নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার পথে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় দলের কমপক্ষে ১২ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন লালপুর উপজেলা বিএনপি।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা মোড়ে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাতটা পর্যন্ত ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও রাজনৈতিক হত্যাকান্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে বিকেলে যোগ দিতে আসেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে এডভোকেট ফারজানা শারমিন পুতুল, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলামসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপি'র আহবায়ক ডা ইয়াসির আরশাদ রাজন জানান আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করতে আওয়ামীলীগের সঙ্গে পুলিশ পরিকল্পিত হামলা চালিয়ে আব্দুল মজিদ, আমির হোসেন, আলী আহম্মেদ, আনোয়ার হোসেন, জিল্লুর রহমান, আস্তাব আলী, আফসার আলী, জাহাঙ্গীর, জামিরুল, আব্দুর রহিম, খলিল উদ্দিন, আমির হামজাসহ ১২ নেতাকর্মীকে আহত করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
ঘটনাস্থল থেকে নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান বিএনপি অনুমতি নিয়ে সমাবেশের নামে পুলিশ ও আশপাশের বাড়িঘরে হামলা চালায়। তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।
সম্প্রতি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বিএনপি ৬ সেপ্টেম্বর বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিলে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ওই সমাবেশ প্রতিহত করতে ৫ সেপ্টেম্বর বিকেলে লালপুর ত্রিমোহিনী চত্বরে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে যেকোনো মুল্যে বিএনপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা দেয় স্থানীয় আওয়ামীলীগ। আওয়ামীলীগের ঘোষণা অনুযায়ী বিএনপির সমাবেশস্থল গৌরীপুরে প্রবেশ মুখের বিভিন্ন মোড়ে সকাল থেকে অবস্থান আওয়ামী লীগ নেতা কর্মীরা। এসময় চরম আতঙ্ক বিরাজ করছিল পুরো এলাকা জুড়ে। দুপুর পর এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। বিভিন্ন মোড়ে পুলিশের অবস্থান লক্ষ্য করা যায়।
সাম্প্রতিক মন্তব্য