logo
news image

বাগাতিপাড়ায় বাধা উপেক্ষা করে বিএনপির সমাবেশ


নিজস্ব প্রতিবেদক 
নাটোরের বাগাতিপাড়ায় আওয়ামী লীগের বাধা উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৃথকভাবে দুই গ্রুপ বিক্ষোভ সমাবেশ করেছেন। এসময় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। পরে পুলিশ দ্রুত তা নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এসময় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি। 
বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩ টার দিকে উপজেলার মালঞ্চি রেলগেট এলাকায় সমাবেশ করার কথা ছিল। কিন্তু সকাল থেকেই আওয়ামী লীগের নেতা কর্মীরা সেখানে লাঠি-সোডা হাতে অবস্থান নেয়। সেজন্য নির্ধারিত স্থানে সমাবেশ করতে পারেনি তাঁরা। তবে দুপুর থেকেই নেতা কর্মীরা আশেপাশের বিভিন্ন স্থানে জড়ো হয়। পরে বিকাল সাড়ে ৪ টার দিকে লালপুর-বাগাতিপাড়া আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক ক্রিড়া প্রতিমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা প্রয়াত ফজলুর রহমান পটলের ছেলে লালপুর উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসির আরসাদ রাজন এবং মেয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সদস্য ফারজানা শারমিন পুতুল পেড়াবাড়িয়া মাদ্রাসা মাঠে উপস্থিত হলে কয়েক মিনিটের মধ্যে বিপুল সংখ্যক নেতা- কর্মী সেখানে উপস্থিত হয়। পরে উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব হাফিজুর রহমানের সঞ্চালনায় সেখানেই একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক এবং প্রধান বক্তা সদস্য সচিব রহিম নেওয়াজ প্রমুখ।
আবার বিকাল পৌনে ৫ টায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা নয়ন ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিনের নেতৃত্বে লক্ষনহাটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আরও একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা সরকারকে উদ্দেশ্য করে বলেন, নিত্যপণ্য, জ্বালানি তেল, গ্যাস, পরিবহন ভাড়া কমিয়ে দেন নইলে গদি ছাইড়া দেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোন নির্বাচন নয় বলে দাবি করেন।
এছাড়াও অভিযোগ করেন, সমাবেশে যোগদানের জন্য আসা নেতাকর্মীদের পথে -পথে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাধা প্রদান করেন এবং হামলা করেন। এতে কয়েকজন বিএনপি নেতা-কর্মী আহতও হয়েছেন বলে দাবি করেন।
তবে অভিযোগ অস্বীকার করে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু বলেছেন, বিএনপির প্রতিবাদ কর্মসূচিতে তাঁরা কোন বাঁধা দেননি। তবে নাশকতা ঠেকাতেই এই অবস্থান নিয়েছিলেন তাঁরা। 
এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা পুলিশ, বাগাতিপাড়া মডেল থানা পুলিশ, ডিবি পুলিশ কাজ করেছেন। 

সাম্প্রতিক মন্তব্য