মোটরসাইকেলে ধাক্কা দেওয়ার পর হাসপাতালে যেতে বাধা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে মো. সাব্বির (১৮) নামে এক যুবক বৃদ্ধকে মোটরসাইকেলের ধাক্কা দিয়ে ফেলে আহত করার পর হাসপাতালে যাওয়ার সময় বাধা দিয়ে মারপিট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২১ আগস্ট ২০২২) রাতে লালপুর সদর ইউনিয়নের বালিতিতা রামকৃষ্ণপুর চিনিবটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের মৃত জফের উদ্দিনের ছেলে মো. মজের উদ্দিন (৬৫) চিনিবটতলা মসজিদে নামাজ পড়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একই গ্রামের লোকমান হোসেনের ছেলে মো. সাব্বির (১৮) পিছন দিক থেকে মোটরসাইকেলে ধাক্কা ধাক্কা দিলে মজের উদ্দিন রাস্তায় পড়ে গিয়ে রক্তাক্ত জখম প্রাপ্ত হন। মজের উদ্দিনের ভাইয়ের ছেলে (ভাতিজা) সুজন দেখতে পেয়ে সাব্বিরকে একটি থাপ্পড় দেয়। সাব্বির থাপ্পর খাওয়ার পর মজের ও সুজনকে গালি দিতে দিতে তার বাড়ির দিকে চলে যান। ভাতিজা সুজন তার চাচা আহত মজের উদ্দিনকে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় সাব্বিরের বাড়ির সামনে ভ্যান আসা মাত্রই সাব্বিরসহ কয়েকজন পিছন দিক থেকে গাছের ডাল দিয়ে সুজনের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন মজের উদ্দিন ও সুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে উভয়কে হাসপাতাল ভর্তি করেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত মজের উদ্দিনের ছেলে শিমুল হোসেন বাদি হয়ে সোমবার লালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক মন্তব্য