logo
news image

আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লালপুর (নাটোর) প্রতিনিধি
২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে নাটোরের লালপুরে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ আগস্ট ২০২২) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে ত্রিমোহিনী চত্বরে সমবেত হয়। 
সমাবেশে  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন  নাটোর-১ (লালপুর -বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড: আবুল কালাম আজাদ। 
বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত লে: কর্নেল রমজান আলী সরকার, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য প্রভাষক আমজাদ হোসেন, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল প্রমুখ । 
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গোলাম মোর্ত্তজা বাবু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান, উপজেলা তাঁতী লীগের সভাপতি  ইউনুস আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার বানু, সাধারণ সম্পাদক লিপি আরা খাতুন।
এছাড়াও লালপুর উপজেলা ও গোপালপুর পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা সিরিজ বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন।

সাম্প্রতিক মন্তব্য

Top