অবৈধভাবে সার বিক্রেতাকে জরিমানা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে অবৈধভাবে সার ও কীটনাশক বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৭ আগস্ট ২০২২) অভিযোগের ভিত্তিতে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা সুলতানার ভ্রাম্যমান আদালত।
ম্যাজিস্ট্রেট বলেন, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর বাজারের একটি দোকানে নিবন্ধনকারী কতৃপক্ষের নিকট হতে নিবন্ধন গ্রহণ না করে সার ও কীটনাশক বিক্রির অপরাধে মিলন এন্টারপ্রাইজের মালিক মিলন বিশ্বাসকে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
সাম্প্রতিক মন্তব্য