বাজার তদারকি অভিযানে জরিমানা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অর্পিত ক্ষমতাবলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৭ আগস্ট ২০২২) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর লালপুর, বড়াইগ্রাম ও সদর উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি চৌকশ টিমের সহায়তায় বুধবার ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় ভেজাল গুড় তৈরির অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় লালপুর উপজেলার ওয়ালিয়া পশ্চিমপাড়ার মতলেব নামে এক গুড় ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা, বড়াইগ্রামের আটঘরিয়ার গুড় ব্যবসায়ী ছলিমকে ৮০ হাজার টাকা ও ভবানীপুরের মো. মোস্তাফিজুর রহমানকে ৬০ হাজার টাকা এবং নাটোর সদরের বনবেলঘরিয়ার সারুককে ৭৫ হাজার টাকা সর্বমোট ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় ১৯ হাজার ৬০০ কেজি গুড়, ২৭ কেজি ফিটকিরি, ৪ হাজার কেজি ঝোলা গুড় , ১৪ কেজি চুন, ৪ কেজি ফেব্রিক কালার, ১ কেজি হাইড্রোজ, ৫ কেজি ডালডা ও ২ কেজি সোডা ধ্বংস করা হয়েছে।
তিনি আরো বলেন, পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাম্প্রতিক মন্তব্য