অন্তর
আলাউদ্দিন জালাল
অঝোরে কাঁদতে মন চেয়েছে পারিনি,
অঝোরে কিছু বলতে চেয়েছি পারিনি।
অঝোরে কেদেছি কেউ দেখেনি,
অঝোরে না ভোজনে থেকেছি কেউ জিগাইনি।
অঝোরে তোমাকে ডেকেছি তুমি শুনোনি,
অঝোরে পথে একা হেটেছি কেউ আসেনি।
অঝোরে সবই দেখেছি কাউকে কিছু বলিনি,
অঝোরে তোমরা কষ্ট পাবে তাই বলিনি।
অঝোরে তুমি সব দিয়েছো তাই বীরঙ্গনি
সাম্প্রতিক মন্তব্য