logo
news image

আদালতে ধর্ষকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

লালপুর (নাটোর) প্রতিনিধি  
নাটোরের লালপুরে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে (২৩) ধর্ষণের আভিযোগে মাজদার হোসেন (৬৫) নামে গ্রেপ্তারকৃত আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার (৮ আগস্ট ২০২২) বিকালে শুনানি শেষে নাটোর জুডিশিয়াল আমলী আদালত-১ এর বিচারক মোসলেম উদ্দীন ওই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নাটোর আদালত পরিদর্শক (সিআই) নজমূল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি উপজেলার গোপালপুর পোস্ট অফিসের নৈশপ্রহরী ও গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর মহল্লার মৃত রাব্বানীর ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবীর ও সিআই নজমূল হক মামলার এজাহার সূত্রে জানান,  রোববার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বুদ্ধি প্রতিবন্ধী ওই নারী বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। প্রতিদিনের মতো গত ২৯ জুলাই ২০২২ সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে বিকাল ৩টার দিকে বাড়িতে ফিরে আসেন। বাড়ি ফিরে মাকে কিছু যেন বলার চেষ্টা করেন ও মন খারাপ করে থাকেন। গত ৬ আগস্ট ওই নারীর বাবা গোপালপুর বাজারে গেলে গোপালপুর পোষ্ট অফিসের পোষ্টম্যান মো. বিল্লাল হোসেন (৩০) তাকে জানান, গোপালপুর পোষ্ট অফিসের পরিত্যক্ত রুমে পোষ্ট অফিসের নাইট গার্ড মো. মাজদার রহমান থাকেন। সেই রুমে গত ২৯ জুলাই দুপুরে মাজদার রহমান তাঁর প্রতিবন্ধী মেয়েকে ভুল বুঝিয়ে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। স্বামীর মুখে এই ঘটনা শুনে মেয়েকে জিজ্ঞাসা করলে মায়ের কাছে ঘটনা খুলে বলেন।
এ ঘটনায় ওই প্রতিবন্ধীর মা বাদি হয়ে লালপুর থানায় এজাহার দায়ের করলে গোপালপুর বাজার এলাকা থেকে রোববার বিকেলে মাজদার হোসেনকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে গোপালপুর পোস্ট অফিসের মাষ্টার মুশরেফা খাতুন বলেন, বিষয়টি অবগত হয়েছেন। তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, মামলা দায়েরের পর রাতেই আসামিকে গ্রেপ্তার করে সোমবার আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সাম্প্রতিক মন্তব্য