logo
news image

১৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মো. মুরাদ বিশ্বাস ওরফে মুরাদ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ আগস্ট ২০২২) রাতে উপজেলার কলসনগর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ আগস্ট ২০২২) রাতে লালপুর থানার উপ পরিদর্শক (এসআই) মোল্লা সোহেল মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কলসনগর গ্রামে অভিযান চালায়। গাঁজা বিক্রির সময় হাতেনাতে ১ কেজি ৩০০ গ্রাম শুকনা গাঁজাসহ ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী মো. মুরাদ বিশ্বাস ওরফে মুরাদকে (৩২) গ্রেপ্তার করেন। যার অনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা। এছাড়া জিআর ৩২৪/২০ (লাল) মামলার আসামী মো. মনজুর হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লালপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। পৃথক দুটি মামলায় মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য